
তুরস্ক-সিরিয়ার পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা। এমনকি প্রয়োজনে আরও অর্থসহায়তারও আশ্বাস দিয়েছে তারা। ফিফা ছাড়াও অনেক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এই অসহায় মানুষের অর্থসহায়তা দিয়ে আসেছে।
৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার রেকর্ড ভূমিকম্পে এখন সব হারিয়ে নিঃস্ব তুরস্ক-সিরিয়ার মানুষ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজারেরও বেশি। গৃহহীনও হয়েছে অনেক মানুষ।
এই অসহায় মানুষের জন্য যে যার জায়গা থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও। ১০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা। সামনে আরও সহায়তা দেয়ার কথাও জানিয়েছে।
শুক্রবার ফিফার এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুর্কি ফুটবল ফেডারেশন ও সিরিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থার সঙ্গেও পরামর্শ করেছে। টিএফএফ ও এসএফএর জন্য তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার সময় অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গগত শুক্রবারই ইংলিশ প্রিমিয়ার লিগ সংস্থা ১০ লাখ পাউন্ড অনুদান দিয়েছে। এ ছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন সংস্থা, তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহয়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে। প্রয়োজনে আরও অর্থসহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved