
নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজমল হোসেনের পুত্র মামুন মিয়া (৩১) ও মনজুরুল হক সরকারের পুত্র স্বপন সরকার (৩০)।
গাইবান্ধা ডিবির অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্ব ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনার কওে গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে তালুকরহিমাপুরের করতোয়া নদীর ঘাট এলাকা থেকে তাদেও আটক করে। পরে মামুন ও স্বপনের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে ৬৫ টি ইয়াবা উদ্ধার করা হয়।
গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান আটক ব্যক্তিরা এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত। তাদেও বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved