
নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাসটি বাহুবলের বাগানবাড়ি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা গেছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনজন এবং পরে আরও একযাত্রী মারা গেছেন। তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved