
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক গত বছর প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১১ দশমিক ৬ মিলিয়ন শেয়ার দান করেছেন ইলন মাস্ক। তবে অনুদানটি কোনো একটি প্রতিষ্ঠান বা একাধিক প্রতিষ্ঠান পেয়েছে কি না, তা এসইসির নথিতে উল্লেখ ছিল না। এমনকি প্রাপকের নামও সেখানে উল্লেখ করা হয়নি।
কোন দাতব্য প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো এ অনুদান পেয়েছে, সে বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টেলসার কাছে ই-মেইল করা হয়েছিল, তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।
বিশ্বের এ দ্বিতীয় ধনী ব্যক্তি বর্তমানে টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক। এর আগেও ২০২১ সালে তিনি প্রায় ৫ দশমিক ৭৪ বিলিয়ন ডলার দান করেছিলেন।
বিশ্লেষকরা বলছেন, টেসলার শেয়ার কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে মাস্ক বিশেষ কর সুবিধা পেতে পারেন। কারণ, কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দান করা শেয়ারগুলো থেকে যে মূলধন লাভ হয়েছে, তার ওপর কর দিতে হয় না। তবে মাস্ক যদি এসব শেয়ার বিক্রি করে দিতেন, সে ক্ষেত্রে তাকে এসব শেয়ার থেকে পাওয়া আয়ের ওপর কর দিতে হতো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved