
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। এদের মধ্যে শিশুও রয়েছে।
ভূমিকম্পের ৮০ ঘণ্টা পর তুরস্কের দিয়ারবাকির এলাকায় ধসে পড়া একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে আট বছরের এক শিশুকে।
কাহরামানমারাস শহরে একটি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকা তিন বছর বয়সী এক শিশুকে বুধবার উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য কর্মীদের সাবধানে ধ্বংসাবশেষ কাটতে হয়েছে। এর আগে উদ্ধার করা হয়েছিল শিশুটির বাবা এরতুগরুল কেসিকে।
এর কয়েক ঘন্টা পরে উদ্ধারকারীরা ১০ বছর বয়সী বেতুল এদিসকে আদিয়ামান শহরে তার বাড়ির ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে আনতে সক্ষম হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved