
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। একই দিন দুপুরে শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রী পার্বতীপুর উপজেলার আরজি দেবিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে নৌশিন জাহান (১৭)। সে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল।
স্বজনরা জানান, বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এ সময় জিপিএ-৪ পায় নৌশিন। পরে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই সময় মা ও বাবা বাসার বাইরে ছিলেন। তার চাচা বাবার কাছে ফল জানতে চাইলে নৌশিনকে কল দেন। তখন ফোন রিসিভ না করায় বাড়ির পাশের লোকজনকে দেখতে বলেন তার বাবা। পরে দরজা বন্ধ পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে নৌশিনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। এই সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, নৌশিন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল। প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved