
দেশের ক্রিকেটারদের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি ইতোমধ্যে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের বিষয়টি জানিয়ে দিয়েছে বোর্ড।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইপিএলের আগামী মৌসুমে বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনজন ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবারই প্রথম বাংলাদেশের ৩জন ক্রিকেটার অংশ নিচ্ছে আইপিএলে।
এদিকে আইপিএল চলাকালীন ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। আবার মে মাসে আইপিএল চলাকালীন আয়ারল্যান্ড সফরে যাবে সাকিব-লিটনরা। তাই পুরো মৌসুম আইপিএলের দলগুলো পাবে না তাদের। যদিও এর আগে আন্তর্জাতিক সিরিজ চলাকালীন জাতীয় দল থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন সাকিব-মুস্তাফিজরা। তবে গেল বছর ক্রিকেটারদের পুরো মৌসুম খেলতে দেয়নি বিসিবি। আর এবারও একই পথে হাঁটবে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
আইপিএলে ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’
সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজকে রেখে দেয় দিল্লি ক্যাপিটালস। এছাড়া নতুন করে নিলাম থেকে দল পান সাকিব ও লিটন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দেড় কোটি রুপিতে এবং লিটন দাসকে ৫০ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved