
ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন ছিল বাংলাদেশেও। রাজধানী ঢাকার রমনা পার্কে ৩৮ পাউন্ডের কেক কেটে, সিআর সেভেনের জন্মদিন বিশেষভাবে স্মরণ করেন তার ভক্তরা। তাদের বিশ্বাস, আরও অনেকটা দিন এ প্রজন্মের ফুটবল সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেবেন পর্তুগিজ বরপুত্র।
সর্বকালের অন্যতম সেরা নয়, সর্বকালের সর্বসেরাদের একজন। ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোসে আলভেইরো। মাদেইরোর রাজা সময়ের পরিক্রমায় রাজা বনে গেছেন বিশ্বফুটবলের। তার জন্মদিনে তাই বিশেষ আয়োজন ভক্তদের।
বয়সের পরিক্রমায় একে একে পার হয়েছে ৩৮ বসন্ত। একসময়ে ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিস্টিয়ানোর নতুন ঘর খুঁজে পেয়েছেন সৌদি আরবে। তবে লিসবন থেকে ম্যানচেস্টার, মাদ্রিদ থেকে তুরিনো হয়ে আবার ওল্ড ট্রাফোর্ড। যেখানে গিয়েছেন সঙ্গে নিয়ে গেছেন শতকোটি ফ্যানবেজ। ৩৮ শের বিশেষ দিনে তাই রমনায় ৩৮ পাউন্ডের কেক কেটে এদেশের ভক্তরা আনন্দ করেছেন ভাগাভাগি।
রমনায় সেই আয়োজনে আসা এক ভক্ত বলেন, 'রোনালদো একটা আবেগের নাম। সেই আবেগের বহিঃপ্রকাশ করতেই আমরা এই আয়োজন করেছি।'
শুধু রমনাতেই নয়। গোটা রাজধানীজুড়েই নানা আয়োজনে ক্রিস্টিয়ানোর জন্মদিন পালন করেছেন রন ভক্তরা। তাদের বিশ্বাস, বয়সটাকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে বিশ্বকে অনেকটা দিন বুদ করে রাখবেন সিআর সেভেন।
এদিকে এক ভক্ত বলেন, 'রোনালদো এক অনুপ্রেরণার নাম। তার কাছে থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং আমরা সবসময় তাকে সমর্থন করি।'
সঙ্গে আছে একটা সুপ্ত বাসনা। অবসরের আগে আরো একটা আন্তর্জাতিক ট্রফি জিতুক রোনালদো। এশিয়ার পাঠ চুকিয়ে আবারও ফিরুক ইউরোপে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved