
নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা নাশকতার মামলায় গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল করিম সরকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে গাইবান্ধা সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবদুল করিম সরকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন, বল্লমঝড় ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ। তিনি উত্তর ধানগড়ার গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আলফালা মসজিদে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনার স্থলে যাওয়ার আগেই পালিয়ে যান তারা। ওই দিন সকালে পুলিশ বাদী হয়ে ১৮ জন জামায়াত নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৪০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলা দায়ের করে। এরই পরিপেক্ষিতে বৃহস্পতিবার ভোরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নেতাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved