
নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।
বুধবার রাত সোয়া নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে নৌকার প্রার্থী রাগেবুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বগুড়া সদর আসনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। তবে তিনি বগুড়া-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে নয় শতাধিক ভোটে হেরেছেন।
এর আগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। বগুড়া–৬ আসনে আওয়ামী লীগ, জাপা, জাসদসহ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে ৪ লাখ ১০ হাজার ৭৩৪ ভোটারের মধ্যে ৯১ হাজার ৭৪২ জন ভোট প্রদান করেন। ভোট পড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনে ১৯৭৩ সালের পর আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেনি বলে জানা গেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved