
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শহিদুল ইসলাম নামে এক মাদরাসার শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে নামুজা সরদার পাড়া এলাকায় ওই শিক্ষকের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম সদরের নামুজা ফাজিল মাদরাসায় আরবি বিষয়ে শিক্ষকতা করতেন।
এলাকার লোক জানায়, গত দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি ২য় বিয়ে করলেও মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
সকাল তার দ্বিতীয় স্ত্রী দেখেন ঘরে তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় শহিদুলের ঝুলন্ত মরদেহ। পরে লোকজন থানায় খবর দেন।
এসআই মন্তাজ আলীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved