
বগুড়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন - তীরের কেন্দ্রীয় কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মাঠে মো. রিফাত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসেন রহমান।
মিটিংয়ে জলাভূমি দিবস, বৃক্ষরোপণ সপ্তাহ, বিশ্ব সুন্দরবন দিবস উদযাপন এবং অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মূলক আলোচনা হয় করা হয়।
মিটিংয়ে তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি , সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যসহ নতুন সদস্য উপস্থিত ছিলেন। প্রচার সম্পাদক মাহবুবুল ইসলাম বলেন, ‘ তীরের কাজের প্রসংশা এখন আমাদের রক্ষা করতে হবে। বিভিন্ন ভাবে তীর কার্যক্রম চালাচ্ছি। আজকে সামনের দিনের দিবস উদযাপন নিয়ে আলোচনা হয়েছে। ’
২০১৩ সালে বগুড়ার সরকারি আজিজুল হক ও গাইবান্ধা সরকারি কলেজ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন - টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্ট রিসার্চ (তীর)। আহত বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, সচেতনতা সহ পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে। ২৩ সদস্যদের কমিটি ছাড়াও উপদেষ্টা আছেন। ২০২১ সালে কাজের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু বন্যপ্রাণী পদক পান এই সংগঠন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved