
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে হাজারতম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করেছে ভারত। ক্রিকেট ইতিহাসের একমাত্র দল হিসেবে এমন রেকর্ড গড়ার দিনে ৬ উইকেটের জয় পেয়েছে রোহিত শর্মার দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর স্কোয়াডে বড়-সড় পরিবর্তন এনে ভারতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানদের পারফরম্যান্সে কোনো পরিবর্তন ঘটেনি।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন রোহিত শর্মা এবং ইশান কিষান। ২৮ রান করে ইশান ফিরে গেলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত। তবে এদিন ৮ রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি।
শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের ৩৬ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে মাত্র ২৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫ রানে দুই উইকেট শিকার করেছেন আলজারি জোসেফ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ ক্যারিবিয়ান টপ অর্ডার। ‘আনলাকি থার্টিনে’ শাই হোপকে বোল্ড করে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। এরপর আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ফিরেছেন ব্যাক্তিগত ১৩ রান করে। এরপর ডিএম ব্রাভো-নিকোলাস পুরানরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। এরফলে একশো পেরোনোর আগেই সাত উইকেট হারিয়ে ধুকতে থাকে উইন্ডিজ। তবে এদিন ক্যারিবিয়ানদের হাল ধরার চেষ্টা করেন জেসন হোল্ডার।
শেষ দিকে হোল্ডারের হাফসেঞ্চুরি আর ফ্যাব্রিয়েন অ্যালানের ২৯ রানের সুবাদে ৪৩.৫ ওভারে ১৭৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট শিকার কয়রে ভারতের সেরা বোলার যুবেন্দ্র চাহাল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved