
বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রচারণায় হিরো আলম পিকআপ ভ্যানে করে প্রচারণা চালাচ্ছেন। পিক-আপেই বানানো হয়েছে মিনি মঞ্চ; রাখা হয়েছে প্যান্ডেলের সাথে মাইক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় যুক্ত করেছেন নির্বাচনী গান। পিকআপ ভ্যানের দুই পাশে ‘একতারা’ প্রতীক সম্বলিত ব্যানার ও হিরো আলমের ছবি দেখা গেছে। প্রচারণার প্রথম দিনেই হিরো আলমের পোশাকেও ছিল খানিকটা চমক। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবির ও কটি।
হিরো আলম জানান, নির্বাচনী প্রচারণার জন্য একাধিক পোষাক বানিয়েছেন। একেকদিনের প্রচারণায় একেক চমক থাকবেও বলে জানান। এছাড়া শিল্পীদের নিয়ে জনসংযোগের কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলেও জানান।
প্রথম দিন হিরো আলম নিজ এলাকায় প্রচারণা চালান। এলাকার মানুষ কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। ভক্তরা তুললেন সেলফি। নিজ গ্রাম এরুলিয়া এলাকায় জনসংযোগের মধ্যে দিয়ে চলে নির্বাচনি প্রচারণা। বগুড়া-৬ আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও একই সাথে উভয় আসনেই প্রচারণা চালাবেন।
এর আগে বুধবার দুপুরের বগুড়ার রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) মো. সাইফুল ইসলাম হিরো আলমের হাতে উভয় আসনের জন্য একতারা প্রতীক তুলে দেন।
দলীয় সিদ্ধান্তের কথা বলে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের বিএনপি দলীয় দুই সাংসদ ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করে। ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে থাকবে না সিসিটিভি ক্যামেরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved