
সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন। সব শেষ ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। এ সময় কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪ জন এবং অন্যান্য বিভাগে ৪০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১৬ জন এবং ঢাকার বাইরে ২৩৯ জন চিকিৎসা নেন।
একইসঙ্গে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৬ জন। এর মধ্যে ঢাকায় ১৮০ জন, ঢাকার বাইরে ১৯৬ জন।
১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved