
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ২০০৪ সালে মা রসূনবালা সরকারকে হত্যা করে পালিয়ে যান দীপু সরকার। এরপর দীর্ঘ ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি দীপু সরকার। তবে শেষ রক্ষা হয়নি হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ গত বৃহস্পতিবার (১৯-জানুয়ারি) রাতে উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দিপু মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারের ছেলে, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দীপুকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যান। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved