
আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফরের অগ্রগতি সম্পর্কে জানাতে বুধবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে।
প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। মঙ্গলবার (গতকাল) এই সুখবর দিয়েছিল বাফুফে। অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাতে আজ (বুধবার, ১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনও ডাকা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে খেলতে আসার বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) মৌখিকভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। এশিয়ার কোনো একটি দলের বিপক্ষে ঢাকার মাঠ মাতাবেন মেসি-ডি মারিয়ারা। তবে তার আগে বাংলাদেশে এসে সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে যাবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে। সকাল ১১ টার দিকে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে'র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এক দশকেরও বেশি সময় আগে বাংলাদেশে পা রেখেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ খেলতে আসা দলটা তখন বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। তবে দর্শকদের মন ঠিকই মাতিয়ে গিয়েছিল।
আবারও লাল-সবুজের দেশে আসতে যাচ্ছেন মেসিরা। এবার বিশ্বচ্যাম্পিয়ন তমকা গায়ে জড়িয়ে। বাংলাদেশের মানুষের অকুন্ঠ ভালোবাসার কথা জানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তারই প্রেক্ষিতে প্রীতি ম্যাচ আয়োজনের কথা জানিয়ে দেশটির ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বাফুফে। পাওয়া গেল ইতিবাচক ফলও। বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা।
সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও সময় সংবাদকে জানিয়েছিলেন, 'আমরা যোগাযোগ করছি...আসতে চায় ওরা (আর্জেন্টিনা)। আমরা ৪-৫ দিন ধরেই কথা বলছি। (আনার খরচ) যে আনবে তাকেই দিতে হবে।'
২০১১ সালে বাংলাদেশে মেসিদের আনতে খরচ হয়েছিল প্রায় ৪০ কোটি টাকা। বর্তমানে আর্জেন্টিনা দল ও মেসিদের ব্রান্ড ভ্যালু বেড়েছে বহুগুণ। মাত্রই তারা জিতেছে বিশ্বকাপ। এবার তাদের আনতে প্রয়োজন প্রায় ১০০ কোটি টাকা। আর্জেন্টিনার আসা শতভাগ নিশ্চিত হলে তারপরই ঠিক করা হবে তাদের প্রতিপক্ষ। ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হতে পারে ম্যাচটি।
শুরুতে পিএসজি-লিভারপুল মধ্যকার ফুটবল ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল বাফুফে। তাতে নেইমার, এমবাপ্পে, মোহাম্মদ সালাহদের এক মাঠে দেখার সুযোগ ছিল। কিন্তু পিএসজির চলতি বছর ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে কোনো সূচি খালি না থাকায় আর্জেন্টিনাকে আনার পথেই হাঁটছে বাফুফে। তবে আকস্মিক সংবাদ সম্মেলন স্থগিত করায় বিষয়টি নিয়ে সৃষ্টি হলো ধুম্রজাল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved