
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে যাতে করে কোনো ভোটার তাদের অধিকার আদায়ে বঞ্চিত না হয় সে জন্য ইভিএম মেশিনে দশ আঙুলের ছাপ নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এই সহজ পদ্ধতি যেন জটিল না হয় সে বিষয়েও খেয়াল রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত রংপুর সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। রংপুর সিটি ও গাইবন্ধা নির্বাচনের পর পরবর্তী নির্বাচনগুলোতে ইভিএম মেশিনে ভোট দেয়ার পদ্ধতিতে দশ আঙুলের ছাপ নেয়া হলে মেশিনের ধীরগতি কাটিয়ে উঠবে। সহজ হবে ভোটিং পদ্ধতি। নির্বাচনে হলফনামায় প্রার্থীদের তথ্য গোপনের বিষয়টি প্রার্থীতা যাচাইয়ে দায়বদ্ধতা আছে কমিশনের পরবর্তীতে ক্ষতিয়ে দেখবে দুদকসহ সরকারি অন্যান্য দপ্তরগুলো। এটি কমিশনের কাজ নয়।
এর আগে সকালে কমিশনার বিভাগের জেলা নির্বাচন অফিসারদের নিয়ে কর্মসূচিতে সংশোধনকারী কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এসময় রংপুর বিভাগীয় কমিশনার সাবেরুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউটের মহাপরিচালক ও রংপুর সিটি নির্বানের রির্টানিং অফিসার আবুদল বাতেন, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন অফিসার জি এম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেনসহ নির্বাচনি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved