
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০০ অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রংপুর স্কুলে আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দোগে এসব কম্বল বিতরণ করেন তিনি। বিতরণের পর নৌকার ভোটও চান।
এসময় তিনি বলেন, আমার স্বামী রাজনীতিবিদ রাকিব সরকার ও তার পরিবারের লোকজন গাজীপুরে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করেন। কিন্তু এবার আমাকে ভালোবেসে চাঁপাইনবাবগঞ্জবাসীকে ভালোবেসে এখানে এসেছেন। তিনি আমাদেরকে বঞ্চিত করেননি। এখানেও কম্বল পাঠিয়েছেন। তাই আমার স্বামী রাকিব সরকারকে অসংখ্য ধন্যবাদ।
তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আসন্ন উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জিয়াউর রহমান জিয়াকে। আমি এখানে এসে দেখলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রাস্তা-ঘাট চিকিৎসাসেবা অনেক পিছিয়ে। তাই এলাকার উন্নায়ন করতে আগামী ১ ফেব্রুয়ারি সবাই নৌকায় ভোট দিবেন।
এসময় চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারও উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved