
নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (৩২) ও ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭)।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সন্তানদের নিয়ে বুড়িমারী বাজারের দিকে যাচ্ছিলেন সুমি আক্তার। ঘুমটি নামক এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন তাদের ধাক্কা দিলে তারা ট্রেনের নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মা সুমি আক্তার ও মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিনের মৃত্যু হয়। এছাড়া তার ৩ বছর বয়সী ছেলে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এছাড়া আহত ওই শিশুকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved