
আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) আফগান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওস্তাদ ফরিদুনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওস্তাদ ফরিদুন রয়টার্সকে বলেন, বোমা হামলাকারীর পরিকল্পনা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করা। কিন্তু তিনি ব্যর্থ হন। আত্মঘাতী এ হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
সরকারি সূত্র নিশ্চিত করেছে— ঘটনাস্থলের এমন একটি ছবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অন্তত ৯ জনকে হতাহতকে পড়ে থাকতে দেখা গেছে। তাদের পাশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাদরান জানান, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। তবে তিনি হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানাননি। কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন বলে উল্লখ করেন তিনি।
তালেবানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো এই বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী মুহাজের ফারাহি এএফপিকে বলেছেন, চীনের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালেবানদের সঙ্গে বৈঠক করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved