
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালকে (আইএমসিএইচ) নিজেদের সিএসআর ফান্ড থেকে একটি অত্যাধুনিক মোবাইল ক্লিনিক প্রদান করছে দুবাইয়ের শীর্ষ স্বাস্থ্যসেবাদাতা অ্যাস্টার ডিএম হেলথকেয়ার। এ লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএমসিএইচ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান জনাব এম এ মুবিন খান এবং অ্যাস্টার ডিএম হেলথকেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আজাদ মুবেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
(ছবিতে) চুক্তি স্বাক্ষর অুনষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল জনাব জামাল হোসেন, অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর এবং হেড অব গভর্ন্যান্স টি জে উইলয়ামসন এবং হেড অব কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) জলিল পিএ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved