
এদিকে তীব্র শীত ও বায়ুদূষণের কারণে দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এদিকে রোববার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক দিনের মতো রোববারও দিল্লিতে তাপমাত্রা ছিল অনেক কম। দেশটির আবহাওয়া দফতর জানায়, তীব্র বায়ুদূষণের কারণেই কুয়াশা কেটে যেতে অনেক সময় লাগছে। আগামী তিন থেকে চার দিন একই পরিস্থিতি বিরাজ করবে উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে, বাড়ির বাইরে বের হলে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই বের হতে বলা হয়েছে।
ঘন কুয়াশার কারণে এদিন বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। দিল্লি থেকে ভারতের উত্তরাঞ্চলগামী যাত্রীরা পড়েছেন সবচেয়ে বিপাকে। রাজধানী শহরটির পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের শীত পরিস্থিতি অপরিবর্তিত আছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved