
অবন্ধুসুলভ আচরণ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকে নতুন বছরের শুভেচ্ছা পাঠাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের নতুন বছর এবং ছুটির শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্ক, সিরিয়া, সার্বিয়া, নিকারুগুয়া, কিউবা, চীন, ভারত, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, হাঙ্গেরি, ব্রাজিল, বলিভিয়া, দক্ষিণ ওশেতিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়ার আবখাজিয়ার নেতাদের নতুন বছর ও ছুটির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
ক্রেমলিনের পক্ষ থেকে, বিশেষ করে তুরস্কের কথা উল্লেখ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুতিন। আন্তর্জাতিক কঠিন পরিস্থিতির মধ্যেও তুরস্ক-রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় রুশ প্রেসিডেন্টের দফতর।
পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং বন্ধুত্বহীন দেশের নেতাদের নতুন বছরের শুভেচ্ছা জানাবেন না।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved