
হীরাবেন মোদীর বয়স ৯৯ বছর। বুধবার আমেদাবাদে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে. হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিকে মায়ের অসুস্থতার খবর পাওয়ার পরই ভারতের প্রধানমন্ত্রী মোদী আমেদাবাদে চলে যান। সাড়ে পাঁচটা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছান। এক ঘণ্টা তিনি মায়ের কাছে ছিলেন। সম্প্রতি গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও তিনি মায়ের সঙ্গে দেখা করেছিলেন। তার আগে হীরাবেনের জন্মদিনেও তিনি আমেদাবাদ গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী এবং তার পরিবারও গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, ‘মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরকালীন ও অমূল্য। মোদীজি, এই কঠিন সময়ে আমার ভালোবাসা ও সমর্থন আপনার জন্য রইলো। আশা করি, আপনার মা, দ্রুত ভালো হয়ে উঠবেন।’
সূত্রঃ পিটিআই
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved