
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছেন।এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয় বলে জানা গেছে। এতে পুলিশসহ প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টিভোলি অ্যাপারেল লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
এ ব্যাপারে পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানায় ১২টি দাবি নিয়ে গত তিনদিন ধরেই কর্মবিরতি দিয়ে আন্দোলন করছিলেন শ্রমিকররা। তিনদিনেও দাবি পূরণ না হওয়ায় এবং মঙ্গলবার সকাল থেকে কারখানা গেটে বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, পোশাক কারখানার সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved