বাংলাদেশ জনসংযোগ সমিতির নতুন সভাপতি হিসেবে পিডিবি’র সাবেক পরিচালক (জনসংযোগ) বজলুল হক রানা ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু মহাসচিব হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রশীদ কার্যকরী কমিটির ২৯ সদস্যের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ পরিচালক আবুল কাসেম শিখদার, সহ-সভাপতি-২ রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি-৩ বেপজার জিএম (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, যুগ্ম-মহাসচিব-১ পেট্রোবাংলার ডিজিএম (জনসংযোগ) তারিকুল ইসলাম খান রবিন, যুগ্ম-মহাসচিব-২ ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অর্থ সম্পাদক জীবন বীমা করপোরেশনের এজিএম শেখ খায়েরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু, দপ্তর সম্পাদক এনসিসি ব্যাংকের পিআরব্র্যান্ড ম্যানেজমেন্ট ইনচার্জ আনোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক বিএনসিআরসির সিইও এ এইচ এম বজলুল রহমান, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভাইসব মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পিআর অ্যান্ড অ্যাডমিশনপরিচালক মনিরুল ইসলাম রিন্টু, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পিআইডির সিনিয়র তথ্য কর্মকর্তা পাশা মোস্তফা কামাল এবং প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক (জনসংযোগ) ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved