
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৩ নৌ-ডাকাতকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ। এ সময় পুলিশ ও ডাকাতদের গোলাগুলিতে এক ডাকাত গুরুতর আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মেঘনা নদীতে ডাকাতি হচ্ছে-এমন সংবাদ পেয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্র্স নিয়ে অভিযান চালিয়ে এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে ডাকাতদের আটক করেন। ডাকাতদের কাছ থেকে ৫৯টি মোবাইল ফোন, ১০টি রামদা, দুটি পাইপ গান, চারটি ছুরি, একটি সাবল, চার রাউন্ড গুলি, ছয়টি বোমাসহ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো সাব্বির মিজি, মহিউদ্দিন সরকার, আল আমিন, ইমরান, ফিরোজ মিজি, জীবন ব্যাপারী, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, আক্তার হোসেন, সাহিন মিয়া, সুজন ব্যাপারী, কাসেম ব্যাপারী ও সালাউদ্দিন।
এদিকে পুলিশ ও ডাকাতের গোলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়। বর্তমানে ওই ডাকাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত নৌ-পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার প্রেস ব্রিফিংয়ে জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved