
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিয়ে ৬৮টি গীর্জায় যীশু
খ্রিষ্টের শুভ জন্মদিন বড়দিন উদযাপন করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার ৫টি ইউনিয়নের ৬৮টি গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুভ বড় দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীর প্রতিটি বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি, রং-বেরংয়ের কারুকার্য আল্পনা, রঙ্গিন কাগজের বাহারী ফুলের আঙ্গিনা সাজানো, আর রঙ্গিন বাতিতে সাজানো হয়েছে আবাসগৃহ, গো-শালা থেকে শুরু করে প্রার্থণার কেন্দ্রবিন্দু গীর্জাগুলো পর্যন্ত।
এর মধ্যে উপজেলা প্রশাসন থেকে ৬৮টি গীর্জায় সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। বড়দিনের উৎসব আমেজকে নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে গীর্জাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved