
সারা দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ অনেক কমে এসেছে। তবে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৯ জনে। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৩ জন রোগী। এনিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।
এর আগের শনিবার (২৪ ডিসেম্বর) ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন করোনায় কারও মৃত্যু হয়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved