
ভারতীয় যুবক অজয় ওহুলা উপার্জনের জন্যে চার বছর আগে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। সেখানে কাজ করেন ট্যাক্সি চালক হিসেবে।
যে অজয় স্বপ্নেও কখনো কল্পনা করেননি কোটি টাকার মালিক হবেন, রাতারাতি সেই অজয় এখন বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার মালিক। এক লটারির টিকিট তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুবাই গিয়ে অজয় এক গহনার দোকানে গাড়ির চালক হিসেবে কাজ করা শুরু করেন। তার মাসিক বেতন মাত্র ৩২০০ দিরহাম। তার বন্ধু লটারিতে পুরষ্কার পাওয়ায় তিনিও শখ করে টিকিট কাটেন। কিন্তু সেই টিকিটেই যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা তিনি কল্পনাও করেননি।
লটারির পুরস্কার ঘোষণার পর অজয় বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে জ্যাকপট পেয়েছি। সম্প্রতিই আমার এক বন্ধু লটারিতে ৭ হাজার ৭৭৭ দিরহাম পেয়েছিল। তার অ্যাকাউন্টে টাকা আসার পর আমার বিশ্বাস হয় এবং আমিও টিকিট কাটি। এই প্রথম আমি লটারির টিকিট কেটেছিলাম। আর তাতেই এই পুরস্কার।
অজয় জানান, এই বিপুল পরিমাণ টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কেনা ও নিজের একটি নির্মাণ সংস্থা খুলবেন তিনি। তবে নিজের পাশাপাশি গরিব মানুষদেরও সাহায্য করবেন বলে জানিয়েছেন অজয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved