
আইপিএলের ১৬তম আসরের মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ক্রবার (২২ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত নিলামে টাইগার অলরাউন্ডার সাকিবকে তার ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা। এর আগে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভেড়ায় এ ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে এক বছর বিরতি দিয়ে সাকিব আবারও ফিরছেন তার পুরনো ডেরায়। গত আসরে সাকিবকে দুই দফায় নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি। এবারও প্রায় একই পরিস্থিতির মধ্যে যাচ্ছিলেন টাইগার অলরাউন্ডার। ১৬তম আসরের প্রথম ধাপে তাকে কেনার জন্য কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু শেষদিকে চমক দেখিয়ে তাকে দলে ভিড়িয়ে নেয় কলকাতা।
আইপিএলে সাকিব মোট দুইবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান। প্রথমবার সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয় ২০১২ সালে। সেবার ফাইনালে মহাগুরুত্বপূর্ণ এক ক্যামিও ইনিংস খেলেন সাকিব। ২০১৩ এর আইপিএল আসর ইনজুরিতে মিস করা সাকিব কলকাতায় ফেরেন ২০১৪ সালের আসরে। সেবার দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় সাকিব ও তার কলকাতা দল।
এদিকে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ পেলেন লিটন। মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে।
কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস ও সাকিব আল হাসান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved