
হাতীবান্ধা (লালমনিরহাট)প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দইখাওয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের ছেলে আব্দুস সালাম, একই গ্রামের শামসুল হকের ছেলে আবুল হোসেন ও গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার সরুজ আলীর ছেলে ওমর আলী। তারা তিনজনই জামায়াতের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ গেট থেকে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি দইখাওয়া বাজারে ঢুকে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা চালান তারা। একপর্যায়ে তিন জামায়াত নেতাকে আটক করে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved