
গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় গণমিছিল করেছে দলটি।
শনিবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণমিছিলের আগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাংগঠনিক মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved