
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়েছে তারা। আর তিনটি উইকেটই পেয়েছেন তাইজুল ইসলাম। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৮৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনও তারা পিছিয়ে আছে ১৪২ রানে।
দ্বিতীয় দিনের শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লিউর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে তাতে সফল হয় বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারেই ভারতের আরেক ওপেনারকে একইভাবে আউট করেন তাইজুল।
এরপর বিরাট কোহলি নেমে অবশ্য পরিস্থিতি সামাল দিচ্ছিলেন পূজারাকে নিয়ে। তবে মধ্যাহ্ন বিরতির কিছু আগে আবারো আঘাত হানেন তাইজুল। পূজারাকে আউট করে সেশনটা নিজেদের করে নেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ রান করেছেন পূজারা। এদিকে এদিন টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে কোহলির সঙ্গে এখন ক্রিজে আছেন পন্ত।
এদিকে চট্টগ্রাম টেস্টে ব্যর্থতার পর সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিনে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved