
চলতি বছরের নভেম্বরে ভারতের ৩৭ লাখ অ্যাকাউন্ট ডিলিট করেছে হোয়াটসঅ্যাপ। তথ্যপ্রযুক্তি আইন ২০২১ এর রুল ৪ (১)(ডি) অনুসারে অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ। তাদের সুরক্ষার জন্য। নিজেদের নিয়মনীতি আরও দৃঢ় করা হয়েছে। অ্যাকাউন্টে অসামঞ্জস্য কিছু দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ।
যে সব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ওই সকল অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবহারকারীদের অনেক অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।
জানা গেছে, এই ৩৭ লাখের বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে ৯ লাখ ৯০ হাজার অ্যাকাউন্ট অভিযোগ জমা পড়ার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়মনীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। গত অক্টোবরেও প্রায় ২৩ লাখ ২৪ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved