
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জনই রয়েছে। তবে বেড়েছে শনাক্ত। নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা জেলার, টাঙ্গাইলে একজন, কুমিল্লায় একজন ও দুইজন জয়পুরহাট জেলার।
এর আগে রোববার (১৮ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ১৭ জনের।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ।
এ সময়ে করোনা আক্রান্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved