
এবারের ‘মিসেস ওয়ার্ল্ডের’র মুকুট জিতেছেন ভারতের কাশ্মীরের সুন্দরী সরগম কৌশল। রবিবার (১৮ ডিসেম্বর) লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল তার মাথায়। ৬২ দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে এই খেতাব জিতলেন সরগম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদে এমনটাই জানা গেছে।
ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম কৌশল। এই মুকুট জয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে’।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।
বিবাহিতা স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার সফর। শুরুতে এর নাম ছিলস ‘মিসেস উওম্যান অফ দ্য ওয়ার্ল্ড’।
দীর্ঘ চার দশকে এর আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ। উল্লেখযোগ্যভাবে চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি’।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved