
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ ভাটার মাটি ও বালু বোঝাই নাম্বার বিহীন ড্রাম ট্রাকের ধাক্কায় ৮ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচাপুকুর গ্রামে বীরগঞ্জ-গড়েয়া সড়কে ১৭ ডিসেম্বর সকাল ৭ টায় কৈকুড়ী গ্রামের জ্যোৎস্না ভাটার মাটি ও বালু নেওয়া তিনটি ড্রাম ট্রাক পাড়া পাড়ি করে যাওয়ার সময় ধান মাড়াই করা মেশিনে ধাক্কা দিয়ে গাছের লাগিয়ে দেয়। এ সময় ৮ জন ধান মাড়াই করা শ্রমিক আহত হয়।
আহতরা হলেন দেবীপুর গ্রামের সাইফুলের ছেলে শাকিব, কবুজের ছেলে মাসুদ তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে প্রেরণ করেছেন।
সামসুলের ছেলে বদিউল মতিউলের ছেলে সিফাত, তোয়াবুলের ছেলে উজ্বল সফিকুলের ছেলে মাহাবুব হবিবরের ছেলে আতাহারুল, খয়রুলের ছেলে, নুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, নাম্বার বিহীন অবৈধ ড্রাম ট্রাক গুলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ ভাটা ও নদী থেকে বালু, মাটি সরবরাহ করার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। রাস্তাঘাট হচ্ছে বেহাল দশা। গ্রামের রাস্তা গুলি হয়ে পড়েছে চলাচলে অনুপযোগী।
এলাকাবাসী জানায়, প্রশাসনকে অভিযোগ করা হলেও বালু সরবরাহ কারীগণ ম্যানেজ করে ড্রাম ট্রাক চালিয়ে যাচ্ছেন দেদারছে।
নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানায়, জনগণের সুফল এর জন্য সরকার প্রতিবছর মোটা অংকের টাকা খরচ করে রাস্তাঘাট গুলো ভালো করলেও এই ড্রাম ট্রাক গুলোর কারনে জনগণের চলাচলের রাস্তা গুলোর বেহাল দশায় পরিনিত হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানায়, ড্রাম ট্রাকে করে বালু মাটি সরবরাহ করা আইনগতভাবে বাধা থাকলেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা চালাচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
এ রিপোট লেখা পর্যন্ত এলাকায় একটি ড্রাম ট্রাক এলাকাবাসী আটক করে রেখেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved