
বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার আরও শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। এবার তিনি ৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক আর্থিক নিয়ন্ত্রক সংস্থার নথিপত্র অনুযায়ী, চলতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার এবং বুধবার টানা তিন দিন এ শেয়ারগুলো বিক্রি করা হয়েছিল।
ফলে গত এক বছরে তিনি সব মিলিয়ে টেসলার প্রায় ৪০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন।
এর আগেও ইলন মাস্ক টেসলার শেয়ার বিক্রি করেছিলেন। অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনেন তিনি। এর মাত্র কয়েকদিনের মাথায় গত মাসে ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার মূল্যের ১৯ দশমিক ৫ মিলিয়ন শেয়ার বিক্রি করার কথা জানিয়েছিলেন মাস্ক। কিন্তু এবার ঠিক কী কারণে এ ধনকুব শেয়ার বিক্রি করেছেন তা প্রকাশ্যে আসেনি।
তবে এখনও এককভাবে টেসলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ইলন মাস্ক। আর্থিক বাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভের তথ্য মতে, ইলন মাস্ক প্রায় ১৩ দশমিক ৪ শতাংশ শেয়ার নিয়ে এখনও টেসলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হিসেবে তার অবস্থান ধরে রেখেছেন।
চলতি বছর পুঁজিবাজারের প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে টেসলার শেয়ারের দাম সবচেয়ে খারাপ অবস্থানে ছিল। কারণ বিনিয়োগকারীরা ইলন মাস্কের কর্মকাণ্ডে বেশ উদ্বিগ্ন। তারা মনে করেন টুইটার কেনার পর মাস্ক টেসলার দিকে ঠিক তেমন একটা মনোযোগ দিচ্ছেন না।
বুধবার (১৪ ডিসেম্বর) নিউইয়র্কভিত্তিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠান নাসড্যাকের তথ্য বলছে, ২০২০ সালের পর প্রথমবারের মতো টেসলার সব শেয়ারের দাম ৫০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। গত বছরের শেষে টেসলার শেয়ার দর ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি ছিল।
গত অক্টোবরে টুইটার কেনার জন্য টেলসার কয়েকশ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক। এর পর থেকেই টেসলার গ্রহণযোগ্যতা ধারাবাহিকভাবে কমছে।
এদিকে চলতি সপ্তহের শুরুতে বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হারিয়েছেন মাস্ক। মূলত ব্যাপকভাবে টেসলার শেয়ার দর পড়ে যাওয়ার কারণেই তিনি বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারান। ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যমতে, মাস্ক হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসন দখল করেছেন ফরাসি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট।
ফোর্বসের অনুসারে, ইলন মাস্কের সম্পদ বর্তমানে ১৭৪ বিলিয়ন ডলার এবং আর্নল্টের সম্পদ প্রায় ১৯১ বিলিয়ন ডলার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved