
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা রিটেইল চেইন শপ আড়ং। প্রতিষ্ঠানটি ঈদুল ফিতর উপলক্ষে তাদের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট আউটলেট অর্থাৎ শোরুমে সেলস অ্যাসোসিয়েট বা বিক্রয় সহযোগী পদে পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট (আউটলেট)
পদ সংখ্যা: নির্ধারিত না।
চাকরির ধরন: পার্ট টাইম।
যোগ্যতা: বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কম্পিউটার ব্যবহারের সাধারণ জ্ঞান থাকা লাগবে এবং জাতীয় পরিচয়পত্র থাকা লাগবে।
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, সিলেট।
বেতন ও অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের বেতন কাঠামোর নীতি অনুযায়ী। বিকেলের শিফটের কর্মীদের ক্ষেত্রে অফিসের গাড়িতে করে নির্দিষ্ট লোকেশনে নামিয়ে দেওয়ার ব্যবস্থা, রমজান মাসে ইফতার ও রাতের খাবারের সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা sa.aarong@brac.net ইমেইল ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২২।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved