
খুচরা সিগারেট বিক্রি বন্ধ করা হচ্ছে ভারতে। সিগারেট কিনতে গেলে সম্পূর্ণ প্যাকেট কিনতে হবে এবং জিএসটি দিতে হবে ৫৩ শতাংশ। ভারত সরকার সিগারেটের ওপর ৫৩ শতাংশ, বিড়ির ওপর ২২ শতাংশ ও তামাকজাত অন্য উৎপাদনের ওপর ৬৪ শতাংশ জিএসটি আরোপ করেছে।
দেশটিতে তামাকজাত পণ্যের ওপর ৭৫ শতাংশ জিএসটি চালু করার দাবি উঠেছে। ধূমপানের নেশা নিয়ন্ত্রিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতে প্রতিবছর সাড়ে তিন লাখ মানুষের মৃত্যু হয় ধূমপানের কারণে। একটি সমীক্ষা জানাচ্ছে মৃতদের মধ্যে ৪৬ শতাংশ নিরক্ষর। ১৬ শতাংশ ছাত্র। এই অবস্থায় সিগারেট খুচরা বিক্রি বন্ধ করলে ধূমপান করার প্রবণতা একটু কমতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। এছাড়া ভারতে মেয়েদের মধ্যে সিগারেট খাওয়ার চল বেড়েছে। এর ফলে মাতৃত্বে প্রভাব পড়ছে বলেও সমীক্ষক সংস্থাটি জানাচ্ছে।
সূত্রঃ ইন্ডিয়ান টাইমস
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved