
প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের (ইউকে) ব্যবসায়ীদের রিসাইক্লিং শিল্পসহ বাংলাদেশের পরিবেশবান্ধব খাতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ যে অনুকূল পরিবেশ তৈরি করেছে তা থেকে যুক্তরাজ্যের উদ্যোক্তারা অনেক উপকৃত হতে পারেন।
বুধবার (৭ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সালমান এফ রহমান বলেন, রিসাইক্লিং শিল্পে বিশেষ করে পোশাক খাতে রিসাইক্লিং (পুনর্ব্যবহার) করার জন্য বাংলাদেশের বিপুল বিনিয়োগ প্রয়োজন।
বর্তমানে সারাবিশ্বে ব্যাপকভাবে আলোচিত পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ইএসজি ঝুঁকি ব্যবস্থাপনা এবং এসব সুযোগের দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।
তিনি বলেন, সরকার এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফা স্বদেশে ফেরত নেওয়ার বিষয়টিকে অনেক সহজ করেছে এবং এখন তালিকাভুক্ত কোম্পানির মুনাফা ফেরত নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বাংলাদেশের পরিবেশবান্ধব ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের জন্য লাভজনক বিনিয়োগের সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও অন্যান্য সহায়তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।
বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান ও ভারত ও ইন্দো প্যাসিফিক ওশান ডিরেক্টরেটের (এফসিডিও) পরিচালক বেন মেলর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved