
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এদিন করোনায় কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং করোনায় একজনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৬ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৭৩০ জন।
এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৩২০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved