
সারা বিশ্বের প্রভাবশালী ১০০ জন নারীর তালিকা তৈরি করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। এই তালিকায় স্থান পেয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডের পাশাপাশি হলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত বলিউডে মোট ৬০টি ছবিতে অভিনয় করেছেন তিনি।
২০০২ সালে তিনি বলিউডে পা রেখেই নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেন। সাবেক এই মিস ওয়ার্ল্ড এখন হলিউডেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।
বলিউডে এই সুন্দরীর প্রডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড ও হোমওয়্যারসহ একাধিক ব্যবসায় রয়েছে। তিনি নানা ধরণের সেবামূলক কাজের সঙ্গেও জড়িত। এর মেধ্যে তিনি শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার ওপর কাজ করছেন। সম্প্রতি তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved