
৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর আবশ্যিক বিষয় ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের বিসিএসে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)৷
বুধবার (৭ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস সই করা এক বিজ্ঞপ্তিতে ৪৪তম বিসিএস পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড অনুরূপ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জিনিস নিয়ে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং কোনো ধরনের নিষিদ্ধ জিনিস সঙ্গে আছে কি না তা তল্লাশির পর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।
পরীক্ষার দিন উল্লেখিত নিষিদ্ধ জিনিসগুলো সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। প্রার্থীদের এসএমএসের সেই নির্দেশনা অনুসরণ করতে হবে।
পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, অবশ্যই কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হেয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন নিতে হবে।
পরীক্ষা কেন্দ্রে কোনো প্রার্থীর কাছ থেকে উল্লেখিত নিষিদ্ধ জিনিস পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির যেকোনো নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved