
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে অ্যান্থনি জানিয়েছেন। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে থেকে সরকারি কাজ চালিয়ে যাচ্ছেন। খবর এনডিটিভির।
অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিধিনিষেধ গত অক্টোবরে তুলে নেয়া হয়।
এক বিবৃতিতে আলবানিজি বলেন, ‘পরিবার এবং প্রতিবেশীদের সুস্থ রাখার জন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে আমি অসুস্থ সবাইকে নমুনা পরীক্ষা করার অনুরোধ করছি।’
আগামী ১২-১৩ ডিসেম্বর দুদিনের সফরে পাপুয়া নিউগিনি সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর।
আলবিনিজি এ নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন। চলতি বছরের শুরুর দিকে নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রথম করোনা আক্রান্ত হন।
নয় বছর বিরোধী দলে থাকার পর চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved