
নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে রোববার (৪ ডিসেম্বর) ভোর থেকে বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায় থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন পলোগ্রাউন্ড মাঠে। এ সময় মিছিলগুলোর স্লোগানে প্রাধান্য পায় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী বার্তা।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর জনসভা আগামী নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ জনসভাকে কেন্দ্র করে তৃণমূলে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এটা নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য আনন্দের। এই প্রাণচাঞ্চল্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে আবারও দলকে ক্ষমতায় আনবে।
দীর্ঘ ১০ বছর ৯ মাস পর নগরীর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। এর আগে ২০১২ সালের ২৮ মার্চ প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসমাবেশে যোগ দিয়েছিলেন। তবে বছর চার আগে ২০১৮ সালের ২১ মার্চ পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনীয় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চট্টগ্রাম নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন, দেয়াল লিখন, আলোকসজ্জায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved