
মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা অনেক কমে এসেছে। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে সর্বশেষ গত মঙ্গলবার (২৯ নভেম্বর) করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে একই সময়ে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১১ জন।
ফলে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আকান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬১২ জনে।
শুক্রবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৯৮৯ জন।
২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved