
দেশে গেলো নভেম্বর মাসে শনাক্ত করোনা রোগীর সংখ্যা অক্টোবরের তুলনায় ৮৭ শতাংশ কমেছে। আর মৃত্যু কমেছে ৮৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে মোট ১ হাজার ৩৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। আগের মাস অক্টোবরে ১০ হাজার ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এই সময়ে ৬০ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করে ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৫৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৪৩৩ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved